মুশফিকের ফিফটি হতেই সাজঘরে মিঠুন

চট্টগ্রাম টেস্টে লজ্জার হারের পর ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ৭১ রান তুলতেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। এরপর মুশফিকুর রহীম ও মোহাম্মদ মিঠুন গড়েন ৭১ রানের জুটি। মুশফিক অর্ধশত রানে পূরণ করার পর সাজঘরে ফেরেন মিঠুন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মুশফিক অপরাজিত ৫০ রানে, মিঠুন ১৫ রান করে আউট হয়ে গেছেন। ক্রিজে মুশফিকের সঙ্গী লিটন দাস। বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৪৩ রান। ক্যারিবীয়দের চেয়ে এখনো ২৬৬ রানে পিছিয়ে আছে মমিনুলবাহিনী।

দিনের দশম ওভারের প্রথম বলেই ফিরে গেছেন মিঠুন। কর্নওয়ালের অফ স্টাম্পে করা বলটা প্যাডের ওপর থেকে টেনে খেলতে চেয়েছিলেন, কিন্তু টাইমিং গড়বড় হওয়ায় ধরা পড়েন শর্ট মিডউইকেটে।

এর আগে প্রথম ইনিংসে ৪০৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামে প্রথম টেস্টে ৩ উইকেটে জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে আছে ক্যারিবীয়রা। তাই সিরিজ বাঁচাতে হলে এই টেস্ট জয়ের বিকল্প নেই টাইগারদের।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.