ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

ঢাকা টেস্টের প্রথম দিনের প্রথম সেশন গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের খাতায়। তবে দ্বিতীয় সেশনে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ৩ উইকেট তুলে নেয়ার সঙ্গে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের চাপে রেখেছিলেন টাইগার পেসাররা। চা বিরতিতে যাওয়ার আগে সফরকারীদের সংগ্রহ ৪ উইকেটে ১৬৪ রান। দুইটি উইকেট নিয়েছেন আবু জায়েদ রাহি।

এদিন টস ভাগ্য যায়নি বাংলাদেশের পক্ষে। সেই সঙ্গে প্রথম সেশনেও সফরকারী দলের ব্যাটসম্যানদের ওপর বড় ধরণের কোনো চাও সৃষ্টি করে পারেননি বোলাররা। প্রথম ঘণ্টা উইকেট শুন্য পার করলেও লাঞ্চ বিরতির আগে তাইজুল ইসলামের শিকার হয়ে ফেরেন জন ক্যাম্পবেল। ৩৬ রানে লেগ বিফরের ফাঁদে পরেন তিনি। এরপর ব্রাথওয়েট এবং শেন মসলে মিলে দলকে লাঞ্চ বিরতিতে নিয়ে যান।

লাঞ্চের পর ব্যাট করতে নেমে আবু জায়েদ রাহির অফ স্টাম্পের অনেক বাইরের বলকে তাড়া করতে গিয়ে ইনসাইড এজে বোল্ড হন মসলি। ৭ রানে তিনি ফেরার পর বোলিংয়ে এসে ব্রাথওয়েটকে প্যাভিলিয়নে পাঠান সৌম্য সরকার। ৪৭ রানে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন তিনি। খানিক পর আগের টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান কাইল মায়ার্সকে দ্রুত বিদায় করেন আবু জায়েদ। তিনিও স্লিপে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। তবে ৪ উইকেট হারালেও নক্রমা বোনার এবং জারমেইন ব্ল্যাকউড মিলে হাল ধরে চা বিরতিতে যান।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.