‘দ্বিতীয় টেস্ট হারলেই নেতৃত্ব ছাড়বেন কোহলি’

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে হেরেছে ভারত। টানা ১৪ ম্যাচ পর ঘরের মাঠে হারলেও অধিনায়ক হিসেবে গেল ৪ ম্যাচেই হেরেছেন বিরাট কোহলি। যে কারণে প্রশ্ন উঠছে সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের অধিনায়কত্ব নিয়ে। দ্বিতীয় টেস্টে হারলেই কোহলি অধিনায়কত্ব ছেড়ে দেবেন মন্তব্য করেছেন মন্টি পানেসর।

অধিনায়কি হিসেবে কোহলি যখন ব্যর্থ তখন অস্ট্রেলিয়ার মাটিতে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বে পেয়ে সিরিজ জিতিয়েছেন আজিঙ্কা রাহানে। তাতে কোহলির অধিনায়কত্ব আরও বেশি কথা উঠেছে। প্রথম ম্যাচে হারার কারণে দ্বিতীয় ম্যাচে ভারতীয় অধিনায়ক মানসিকভাবে মারাত্বক চাপে থাকবেন জানিয়ে এই ইংলিশ স্পিনার বলেন, ‘বিরাট কোহলি সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। তবে জাতীয় দল কোহলির নেতৃত্বে ভালো খেলতে পারছে না। শেষ চার টেস্টেই দেখা গিয়েছে এই বিষয়। আমার মনে হয় কোহলি মারাত্মক চাপে থাকবে। কারণ ভারতীয় দল রাহানের নেতৃত্বে দুর্ধর্ষ খেলেছে।’

কোহলির নেতৃত্ব ছাড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারত ইতিমধ্যেই টানা চার টেস্ট কোহলির নেতৃত্বে হেরেছে। সেই সংখ্যাটা পাঁচে পৌঁছালে কোহলি নেতৃত্ব থেকে সরে দাঁড়াবে। এমনটাই মনে হচ্ছে। ইংল্যান্ডের এই জয় অবিশ্বাস্য। টেস্টের পাঁচদিনই ওরা যে ভঙ্গিতে খেলল তাতেই পরিষ্কার ইংল্যান্ডের আত্মবিশ্বাস কোন জায়গায় রয়েছে। জো রুট যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছে, তাতে ওর প্রশংসা প্রাপ্য। দলের প্রত্যেকেই জয়ে অবদান রেখেছে। এটাই দলগত খেলায় প্রয়োজন। এই মুহূর্ত দীর্ঘ সময় জমিয়ে রাখতে হবে। বহুদিন ধরে এই জয়ের উদযাপন চলবে।’

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.