শীর্ষে অস্ট্রেলিয়া, নয়ে বাংলাদেশ

২০২০ সালে টেস্টে অভিষেক, এরপর কেটে গেছে একে একে ২০টি বছর। তবুও টেস্টে অচেনা বাংলাদেশ। এখনও টেস্টের পিচ্ছিল আঙিনায় সংগ্রাম করছে টাইগারারা। দুই দশক হলো টেস্ট খেলছে কিন্তু এখনো তাদের খেলা দেখলে মনে হয় মাত্রই বুঝি শুরু করেছে। রঙিন পোশাকের ক্রিকেটে উপমহাদেশের অন্যতম পরাশক্তি হয়ে উঠলেও সাদা পোশাকে যাচ্ছে তাই অবস্থা।

গেল দুই দশকে বাংলাদেশ যে ভালো কিছু পায়নি সেটাও নয়। নিঃসন্দেহে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দেশকে হারানোর মতো বেশ কিছু স্মরনীয় মুহূর্ত যোগ হয়েছে বাংলার টেস্ট ইতিহাসের পাতায়। তবে সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লাটা ঢের ভারী। যদিও সেটার জন্য দেশের ঘরোয়া ক্রিকেট কিংবা খুব বেশি টেস্ট খেলার সুযোগ না পাওয়াকে দোষারোপ করা যেতেই পারে।

১২০ টেস্ট খেলার পরও এসব অভিযোগ কতটা যুক্তিযুক্ত সেটাও কথা। টেস্ট খেলুড়ে দেশগুলোর পরিসংখ্যান বিবেচনায় নিলে খুবই বাজে অবস্থা ‘পরিকল্পনাহীনভাবে’ টেস্ট খেলা বাংলাদেশের। কমপক্ষে ১০০ টেস্ট খেলেছে এমন টেস্ট খেলুড়ে দেশগুলোর মাঝে বাংলাদেশের অবস্থান নয়ে। এই তালিকায় সবার উপরে অস্ট্রেলিয়া।

সাদা পোশাকের ক্রিকেটে পথচলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ১২০টি (মিরপুরে চলমান টেস্ট বাদে) টেস্ট খেলেছে বাংলাদেশ। যেখানে টাইগারদের জয় কেবল মাত্র ১৪টিতে। শতকরা হিসেবে বাংলাদেশ জিতে মাত্র ১১.৬৬ শতাংশ ম্যাচে। এদিকে ৮৩৪ টেস্ট খেলা অস্ট্রেলিয়া জয় পেয়েছে ৩৯৪ ম্যাচে। যেখানে তাঁদের শতকরা জয়ের হার ৪৭.২৪। সেই সঙ্গে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট খেলেছে তারা। অজিদের থেকে প্রায় দুই শতাধিক টেস্ট বেশি খেলেও জয়ের হারে পিছিয়ে ইংল্যান্ড। ১০৩১টি টেস্ট খেলা ইংলিশরা জয় পেয়েছে ৩৭৭ ম্যাচে। তালিকার তিনে থাকা ইংল্যান্ডের শতকরা জয়ের হার ৩৬.৬৯।

ইংলিশদের প্রায় অর্ধেক টেস্ট খেলা দক্ষিণ আফ্রিকা রয়েছে তালিকায় দুইয়ে। ৪৪৩ ম্যাচে ১৬৭ জয় পাওয়া প্রোটিয়াদের জয়ের হার ৩৭.৬৯। চারে থাকা পাকিস্তান ৪৩৫ টেস্টে জয় পেয়ে ১৪০টিতে। এখন পর্যন্ত তাদের জয়ের হার ৩২.১৮। পাঁচে থাকা ওয়েস্ট ইন্ডিজের জয়ের হার শতকরা ৩১.৯৪। টেস্টে অভিষেক হওয়ার পর থেকে ক্যারিবীয়রা ৫৫১ ম্যাচ খেলে জয় পেয়েছে ১৭৬টিতে।

শ্রীলঙ্কা এখন পর্যন্ত খেলেছে ২৯৩ টেস্ট। ৯২ ম্যাচে জয় পাওয়া লঙ্কানদের শতকরা জয়ের হার ৩১.৪০। এরপরেই রয়েছে ৫৪৭ টেস্ট খেলা ভারত। ১৫৯ জয় পাওয়া ভারতের শতকরা জয়েল হার ২৯.০৬। ৪৪৬ টেস্টে ১০৫ জয় পাওয়া নিউজিল্যান্ডের জয়ের হার ২৩.৫৪। তালিকায় সবার নিচে থাকা ১১০ ম্যাচ খেলা জিম্বাবুয়ে জয় পেয়েছে মাত্র ১২টি ম্যাচে। যেখানে তাদের শতকরা জয়ের হার ১০.০৯।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.