পরমাণু সমঝোতায় ফেরার পদক্ষেপ আমেরিকাকে নিতে হবে: রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ায় এবং ইউরোপ এই সমঝোতা রক্ষা না করায় তার দেশও এটির বাস্তবায়ন থেকে ধীরে ধীরে সরে এসেছে। যেসব দেশ গত তিন বছরে পরমাণু সমঝোতা পুরোপুরি লঙ্ঘন করেছে, এতে ফেরার জন্য তাদেরকেই অগ্রিম পদক্ষেপ নিতে হবে।

ইরানের ইসলামি বিপ্লবের ৪২তম বিজয় বার্ষিকী উপলক্ষে দেশটিতে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে একথা জানান তিনি।

হাসান রুহানি বলেন, গত ৪২ বছরে ইসলামি বিপ্লবের বার্তা ছিল একটাই- শান্তি, স্থিতিশীলতা ও বন্ধুত্ব সৃষ্টির সংলাপ। ইরান এই চার দশকে দুটি যুদ্ধে বিজয়ী হয়েছে। এর একটি ছিল ইরাকের চাপিয়ে দেয়া সামরিক যুদ্ধ এবং দ্বিতীয়টি আমেরিকার চাপিয়ে দেয়া অর্থনৈতিক যুদ্ধ।

করোনা ভাইরাসকে বিশ্ববাসীর জন্য এক বড় পরীক্ষা হিসেবে আখ্যায়িত করে ইরানের প্রেসিডেন্ট বলেন, এই পরীক্ষায় আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের মোকাবিলায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছে এবং বর্তমান বাইডেন প্রশাসনকেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.