ভারত থেকে পেঁয়াজ আমদানিতে ব্যবসায়ীদের অনীহা

কয়েকমাস বন্ধ থাকার পর চলতি বছরের শুরুতে ভারত থেকে ফের পেঁয়াজ আমদানি শুরু হয়। তবে বাজারে চাহিদা না থাকায় পেঁয়াজ আমদানি করে ব্যবসায়ীদের গুনতে হচ্ছে মোটা অঙ্কের লোকসান। এ কারণে পেঁয়াজ আমদানিকারকরা গত এক সপ্তাহের বেশি সময় ধরে পেঁয়াজ আমদানি বন্ধ করে দিয়েছেন।

এদিকে স্থানীয় খুচরা বাজারে আমদানিকৃত পেঁয়াজের সরবরাহ না থাকায় দেশি পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। পাইকারি বাজারে ২৫ টাকা কেজির পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকা দরে।

হিলি স্থলবন্দরের ব্যবসায়ী আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, ভারতের অভ্যন্তরে পেঁয়াজের দাম বেশি ও সরকার পেঁয়াজ আমদানিতে শুল্ক আরোপ করায় আমাদের লোকসান গুনতে হচ্ছে। এই মাসের শেষের দিকে ভারতের পেঁয়াজের দাম কমে আসবে তখন আবারো আমদানি শুরু হবে।

আমদানিকারক মাহফুজার রহমান বাবু জানান, আমদানি অনুমতি পাওয়ার পর থেকে প্রথমবার আমি এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করেছি। পেঁয়াজ আমদানি করে প্রতি ট্রাকে আমাকে মোটা অঙ্কের লোকসান গুনতে হয়েছে। কারণ আমদানিকৃত পেঁয়াজের থেকে দেশি পেঁয়াজের মান ভালো ও দাম কম থাকায় ভোক্তারা সেই পেঁয়াজের চাহিদা বেশি দেখায়।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.