ন্যূনতম আমানত বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করলো ডাচ-বাংলা ব্যাংক

গ্রাহকদের আপত্তির মুখে অবশেষে ন্যূনতম আমানতের নির্ধারণ করা বর্ধিত হারের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ডাচ-বাংলা ব্যাংক। ফলে এখন সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে আগের নিয়ম মতই একজন গ্রাহককে মিনিমাম ব্যালেন্স হিসেবে কেবল ৫০০ টাকা রাখলে চলবে।

রোববার (০৭ ফেব্রুয়ারি) এ সিদ্ধান্ত নেয় ব্যাংকটির কর্তৃপক্ষ।

ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোহাম্মদ শিরিন জানান, সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে যে পরিবর্তন আনার কথা ভাবা হয়েছিল, ডাচ-বাংলা ব্যাংক তা থেকে সরে এসেছে। রোববার ওই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে।

এর আগে চলতি বছরের শুরুতে ডাচ-বাংলা ব্যাংক সিদ্ধান্ত নেয়, সঞ্চয়ী হিসাবের মধ্যে দু’টি ভাগ করা হবে, একটি হবে সেভিংস প্লাস এবং অন্যটি হবে সেভিংস রেগুলার। এর আলোকে সেভিংস প্লাস অ্যাকাউন্টধারী গ্রাহকদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে কিছু বাড়তি সুবিধার কথাও ঘোষণা করে ব্যাংক কতৃপক্ষ।

সেজন্য একজন গ্রাহককে তার হিসাবে মিনিমাম ব্যালেন্স রাখতে হবে ন্যূনতম পাঁচ হাজার টাকা। অন্যদিকে, সেভিংস রেগুলার হিসাবে আগের মতই ন্যূনতম ৫০০ টাকা থাকলেই হবে, কিন্তু গ্রাহক বাড়তি কোন সুবিধা পাবেন না।

এমন সিদ্ধান্ত নিয়ে ব্যাংকটি তাদের সঞ্চয়ী হিসাবের গ্রাহকদের কাছে চিঠি পাঠিয়ে জানতে চায়, কারা সেভিংস প্লাস অ্যাকাউন্টের সুবিধা পেতে চান।

এই চিঠির বিষয় নিয়ে গ্রাহকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে নানা সমালোচনা। তাদের দবি ন্যূনতম ব্যালেন্সের সীমা ৫০০ থেকে পাঁচ হাজার হয়ে গেলে, স্বল্প আয়ের অনেকে সেটি রাখতে সমর্থ হবেন না।

অর্থসূচক/এনএইচ/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.