আইসিসির পৃষ্ঠপোষক ভারতীয় প্রতিষ্ঠান

শিক্ষামূলক অ্যাপ ‘বাইজুস’ বেশ কয়েক বছর ধরে ভারতীয় ক্রিকেট দলের প্রধান পৃষ্ঠপোষক। এবার তারা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বৈশ্বিক সহযোগী হিসেবে যুক্ত হয়েছে তারা।

আগামী ২০২৩ পর্যন্ত আইসিসির সকল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসেবে থাকবে তারা। চলতি বছরই ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ ছাড়া নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপেও আইসিসির সহযোগী হিসেবে থাকবে তারা। এসব টুর্নামেন্টের ভেন্যু, ব্রডকাস্ট ও ডিজিটাল রাইটস থাকবে বাইজুসের।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে আইসিসির পক্ষ থেকে। এ প্রসঙ্গে আইসিসির প্রধান নির্বাহী মানু সোহানী বলেছেন, ‘এই সংস্থাটিকে গ্লোবাল পার্টনার হিসেবে পেয়ে আমরা দারুণ আনন্দিত। তাদের সঙ্গে জুটি বেঁধে ভালো কিছু করার ব্যাপারে আমরা আশাবাদী। ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আছে সহনশীলতা, অধ্যবসায়, দৃঢ় বিশ্বাসের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি।’

তিনি আরও বলেন, ‘আমাদের আশা বাইজুস-এর সঙ্গে চুক্তির ফলে আরও বেশি করে বিভিন্ন বয়সের মানুষকে ক্রিকেটের প্রতি আকৃষ্ট করা সম্ভব হবে। এই সংস্থার সঙ্গে কয়েক কোটি ভারতীয় পড়ুয়া যুক্ত রয়ছেন এবং শিক্ষাক্ষেত্রে এই সংস্থা ভারতে অত্যন্ত জনপ্রিয়। শিক্ষার সঙ্গে ক্রিকেটের এই মেলবন্ধন ক্রিকেটপ্রেমী বহু মানুষকে আকৃষ্ট করবে, উৎসাহিত করবে।’

আইসিসির সঙ্গে চুক্তির পর নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছে বাইজুসও। এই প্রতিষ্ঠানটির প্রধান বাইজু রবীন্দ্রন বলেন, ‘আইসিসির সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। খেলার প্রতি বরাবরই আগ্রহী ভারতীয়রা, বিশেষ করে ক্রিকেট আমাদের হৃদয়ে রয়েছে। ভারতীয় সংস্থা হিসেবে এমন গ্লোবাল প্ল্যাটফর্মে দেশের প্রতিনিধিত্ব করতে পারা গৌরবের। ক্রিকেট যেভাবে বিশ্বের কোটি কোটি মানুষকে আকৃষ্ট করে অনুপ্রেরণা দেয়, লার্নিং কোম্পানি হিসেবে আমরাও আরও বেশি করে শিশুমনে শিক্ষার প্রতি ভালোবাসা জন্মাতে বদ্ধপরিকর থাকব।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.