আফগানিস্তানে বিমান হামলায় ১৮ তালেবান নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগড়হার প্রদেশে সরকারি বাহিনীর হামলায় অন্তত ১৮ তালেবান নিহত হয়েছেন। শনিবার (০৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এমন দাবি করেছে আফগান সরকার।

এতে বলা হয়, নানগড়হারের পার্বত্য শেরজাদ জেলায় শুক্রবার রাতে এ বিমান হামলা চালানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, নিহতদের মধ্যে প্রাদেশিক কমান্ডার খালিদসহ তালেবানের কথিত রেড ইউনিট বা স্পেশাল ফাইটার রেজিমেন্টের ১৪ সদস্য রয়েছে।

তবে এখন পর্যন্ত তালেবানের কাছ থেকে এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সম্প্রতি আফগান নিরাপত্তা বাহিনী তালেবানের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে।

সূত্র: সিনহুয়া।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.