চট্টগ্রামে প্রথম টেস্টের তৃতীয় দিনের শুরুতেই বিপাকে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ১ ঘন্টার মধ্যেই ২ উইকেট হারিয়েছে সফরকারীরা। প্রথম ইনিংসে বাংলাদেশের দেয়া ৪৩০ জবাবে উইন্ডিজদের সংগ্রহ ৪ উইকেটে ১৩৭ রান।
দুই উইকেট হারিয়ে ৭৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল ক্রেগ ব্রাথওয়েটের দল। কিন্তু তৃতীয় দিনে কোন রান যোগ না করার আগেই ফিলে যান এনক্রুমাহ বোনার। তাইজুলের ইসলামের ঘুর্ণিতে নাজমুল হাসান শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
এরপর কাইল মায়ার্সকে নিয়ে দারুণ খেলতে থাকেন উইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট। ইনিংসের শুরু থেকেই দারুণ ব্যাট করা ব্রাথওয়েটকে ফেরান নাইম হাসান। ৭৬ রান করে নাইমের বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন তিনি।
দলীয় সংগ্রহ ১৫৪ রানের মাথায় কাইল মায়ার্সকে হারানোর পর ওয়েস্ট ইন্ডিজের উইকেট নিতে পারেননি বাংলাদেশের বোলাররা। স্পিনিং উইকেটে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং নাইম হাসানের ঘূর্ণিতে প্রতিরোধ গড়ে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন জারমেইন ব্লাকউড। তাঁর সুবাদেই সফরকারীদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২২০ রান।
লাঞ্চ বিরতির আগে মায়ার্সকে লেগ বিফরের ফাঁদে ফেলেন মিরাজ। হাফ সেঞ্চুরি থেকে ১০ রান দূরে থেকেই আউট হতে হয় তাকে। ব্ল্যাকউড এবং জশুয়া ডি সিলভা ৯৯ রানের জুটি গড়েন ষষ্ঠ উইকেটে। সিলভা ৪২ এবং ব্ল্যাকউড ৬৮ রান করে করে ফেরার পর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ৬ রানের মধ্যে তাদের শেষ ৫ উইকেটের পতন হয়েছে। এর মধ্যে মেহেদী হাসান মিরাজ একাই নিয়েছেন ক্যারিবীয়দের ৪ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম এবং নাঈম হাসান।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.