আজও মাঠের বাইরে সাকিব

কুঁচকির পুরনো চোট আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে সাকিব আল হাসানের। ফলে চট্টগ্রামে প্রথম টেস্টের তৃতীয় দিনে এখনো মাঠে নামেননি তিনি।

টেস্ট শুরুই আগেই সাকিবকে ঘিরে শঙ্কা ছিল। যদিও সব শঙ্কা কাটিয়ে মাঠে নেমেছিলেন তিনি। ব্যাট হাতে একটি হাফ সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন।

প্রথম ইনিংসে অবশ্য পেইন কিলার খেয়ে ব্যাট করতে দেখা গিয়েছিল তাকে। কিন্তু দ্বিতীয় দিন বিকেলে নিজের বলে ফিল্ডিংয়ের সময় আবারো কুঁচকিতে টান লাগে সাকিবের। পরে বোলিং চালিয়ে গেলেও অস্বস্তি অনুভব করছিলেন তিনি। উপায় না দেখে শেষ বিকালেই দিনের খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছাড়েন।

আর তৃতীয় দিনে এখনো মাঠেই নামা হয়নি দেশ সেরা এই অলরাউন্ডারের। তবে সাকিবের কুঁচকির ফের স্ক্যান করানো নিয়ে আলোচনা করছে বিসিবি। এ প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক জানান, ‘সাকিবের চোট কতটা গুরুতর, এটা বোঝার জন্য স্ক্যান করানো নিয়ে আলোচনা করছি আমরা। আজকে শুক্রবার বলে লজিস্টিকাল একটু সমস্যা আছে। আমরা কথা বলে দেখছি কী করা যায়।’

মূলত সাকিব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে এই চোটে পড়েছিলেন। প্রথবার স্ক্যানে গুরুতর কিছু না হওয়ায় চট্টগ্রাম টেস্ট খেলতে নামেন তিনি।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.