ভারতের সংসদে হট্টগোল, অধিবেশন মুলতুবি

ভারতে কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহার এবং ওই ইস্যুতে আলোচনার দাবিতে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় কৃষি আইন বিরোধী এমপিরা বিক্ষোভ প্রদর্শন করেছেন।

আজ (২ ফেব্রুয়ারি) ভারতের কেন্দ্রীয় কৃষি আইন নিয়ে সংসদে আলোচনার প্রস্তাব খারিজ করে দেন রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কইয়া নাইডু। তিনি এ ব্যাপারে আগামীকাল (৩ ফেব্রুয়ারি) আলোচনার কথা জানালে বিরোধীরা তাতে সন্তুষ্ট না হয়ে তীব্র হৈচৈ জুড়ে দেন। ওই ঘটনার জেরে দু’দফায় অধিবেশন সাময়িকভাবে মুলতুবি করে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেন রাজ্যসভার চেয়ারম্যান। কিন্তু তাতে কাজ না হওয়ায় ব্যাপক হট্টগোলের জেরে অবশেষে অধিবেশনের কাজ দিনভরের জন্য মুলতুবি করে দিতে বাধ্য হন রাজ্য সভার চেয়ারম্যান।

এর আগে ভারতের রাজ্যসভার ওয়েলে নেমে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে বেশ কিছু এমপি স্লোগান দেন। এরফলে ব্যাপক হই হট্টগোল শুরু হয়ে যায়। এ সময় ক্ষুব্ধ এমপিদের শান্ত করতে চেয়ারম্যান এম বেঙ্কইয়া নাইডু বলেন, বুধবার এ নিয়ে আলোচনা হবে।

পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা সুখেন্দুশেখর রায় বলেন, ‘বর্ষাকালীন অধিবেশনেও কৃষকদের সমস্যা নিয়ে কথা বলার সময় ছিল না রাজ্যসভার কাছে। কৃষকদের সঙ্গে সরকারের আলোচনা কোন পর্যায়ে, তাও জানি না আমরা।’

আন্দোলনকারী কৃষকদের হঠাতে সংশ্লিষ্ট এলাকায় পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার তীব্র সমালোচনা করেন সিপিএম এমপি ইলামরম করিম। তিনি বলেন, ‘সরকারকে টিকরি ও সিঙ্ঘু সীমান্তে পানি ও বিদ্যুৎ পরিসেবা পুনরায় চালু করতে নির্দেশ দেওয়া হোক।’

এছাড়া ভারতের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর এমপি মনোজ ঝা বলেন, ‘সংসদ জনপ্রতিনিধিদের জায়গা। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাস্তায় যাঁরা বসে আছেন, তাদেরই প্রতিনিধি আমরা। সেজন্য তাদের সমস্যা এড়িয়ে যেতে পারে না সংসদ।’

 

অর্থসূচক/এএইচআর

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.