টিকার বদলে স্যানিটাইজার খাওয়ানো হলো ১২ শিশুকে!

পোলিও টিকার বদলে বোতলে স্যানিটাইজার ভরে শিশুদের শরীরে প্রয়োগের অভিযোগ এসেছে। ভারতের মহারাষ্ট্রের যুবতমল জেলায় প্রাথমিক বিদ্যালয়ের পোলিও ক্যাম্পে এ ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম জিনিউজ এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, পোলিও টিকার বদলে ১২ শিশুকে স্যানিটাইজার খাওয়ানো হলো। এটি ভুলবশত নাকি চক্রান্ত, সেটির চলছে তদন্ত। প্রত্যেক শিশুর বয়স ৫ বছরের কম। তাদের প্রত্যেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় ৩ স্বাস্থ্যকর্মীকে আটক করা হয়েছে।

যুবতমল জেলা পরিষদ সিইও শ্রী কৃষ্ণ পাঞ্চাল বলেন, ৫ বছরের কম ১২ শিশুকে পোলিও ড্রপে স্যানিটাইজার খাওয়ানো হয়েছে। এক শিশু হঠাৎ বমি করা শুরু করে এবং তার শরীর খারাপ হয়ে যায়। এরপরই গোটা ঘটনা প্রকাশ্যে আসে। এখনও ওই ১২ শিশুকে চিকিৎসাধীন রাখা হয়েছে।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.