ভনের মুখে ডিম ছুঁড়ে মেরেছে ভারত

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ার-ভারত সিরিজ শুরুর আগে সিরিজের ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। যেখানে ভন বলেছিলেন ভারতকে ৪-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করবে অজিরা। কিন্তু ইংল্যান্ডের এই সাবেক অধিনায়কের ভবিষ্যদ্বাণী সত্যি হয়নি।

উল্টো ৩৬ রানে অলআউট হবার পরেও অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্টে ৮ উইকেটে হারিয়েছে আজিঙ্কা রাহানের দল। শেষ টেস্ট জিতে তো টেস্ট ক্রিকেটরই নতুন এক উপাখ্যানের জন্ম দিয়েছে তাঁরা। একই সঙ্গে তরুণ ক্রিকেটারদের নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে অস্ট্রেলিয়াকে লজ্জায় ডুবিয়েছে ভারত।

ডেইলি টেলিগ্রাফকে ভন বলেন, ‘ঐ ম্যাচের পর (৩৬ রানে অলআউট) এবং ইনজুরির কারণে দল নির্বাচনের ক্ষেত্রে ভারত দলকে খুব বিষন্ন লাগছিল। এমনকি ভারতের সর্বাধিক অন্ধ ভক্তরাও সিরিজে ভারত ফিরে আসার পূর্বাভাস দিতে পারেননি। ঠিক আছে, তারা আমার মুখে ডিম ছুঁড়ে মেরে গেল।

শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর এবং ঋষভ পান্তের মতো ক্রিকেটাররা তাদের প্রতিভার অসাধারণ প্রদর্শন ঘটিয়েছেন। শেষ টেষ্টের দ্বিতীয় ইনিংসে ৯১ রানের ইনিংস খেলেছিলেন গিল। সুন্দর আর শার্দুল ঠাকুর রেকর্ড জুটি লড়াইয়ে রেখেছিল ভারতকে। পান্ত তো ৮৯ রানের ইনিংস খেলে ভারতের নায়ক বনে গিয়েছেন। ভারতের তরুণ প্রতিভাদের এ ধরণের পারফরম্যান্সে ভনের মুখে চুন-কালি পড়লেও তিনি এসবকে পাত্তা দেন না। কেননা গিল, সুন্দর কিংবা পান্তের মতো ক্রিকেটারদের পারফরম্যান্সটাই তাঁর কাছে মুখ্য। এতে ভুল প্রমাণিত হতেও কোন সমস্যা নেই ভনের।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.