সুন্দরবনে লোকালয়ের কাছে বাঘ, সতর্ক থাকতে মাইকিং

প‌শ্চিম সুন্দরব‌ন সংলগ্ন লোকালয়ের কাছে বাঘের দেখা মিলেছে। মঙ্গ‌লবার (১৯ জানুয়া‌রি) দীর্ঘ নয় বছর পর লোকালয়ের কাছে বাঘ দেখা যায়। এর এক‌দিন পর বুধবারও দেখা গে‌ছে বাঘটি।

মঙ্গলবার সাতক্ষীরার শ্যামনগর উপ‌জেলার কলবা‌ড়ি সংলগ্ন সুন্দরবন এবং বুধবার দা‌তিনাখালীর হু‌লোর ম‌ো‌ড়ের বিপরী‌তে সুন্দরব‌নে বা‌ঘ দেখা গে‌ছে।

এদিকে নদী পার হ‌য়ে বাঘ লোকাল‌য়ে প্রবেশ কর‌তে পা‌রে এমন আশঙ্কায় সুন্দরবন সংলগ্ন গ্রামগু‌লো‌তে আতঙ্ক দেখা দি‌য়ে‌ছে।

এজন্য বুধবার রা‌তে সবাইকে সতর্ক থাকার আহ্বান জা‌নি‌য়ে স্থানীয় মস‌জিদগু‌লো থে‌কে মাইকিং করা হ‌য়ে‌ছে।

শ্যামনগ‌রের সুন্দরবন প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংবা‌দিক বিলাল হো‌সেন বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, পরপর দু‌দিন বাঘ দেখা যাওয়ায় আতঙ্ক সৃষ্টি হয়ে‌ছে। এজন্য মস‌জিদগু‌লো থে‌কে মাইকিং করে সবাইকে সতর্ক থাক‌তে বলা হ‌চ্ছে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.