মন খারাপ নিয়ে মুখোশের টিম সিলেটে

গাজীপুরে শেষ হলো সরকারি অনুদানে নির্মিত ‘মুখোশ’ ছবির প্রথম লটের শুটিং। এবার পর্যটন নগরী সিলেটে শুরু হবে ছবিটির দ্বিতীয় লটের শুটিং। বুধবার ছবিটির পরিচালক ইফতেখার শুভ এমন পরিকল্পনার কথাই জানালেন।

শুভ বলেন, আজকের দিনটি খুশি হওয়ার কথা ছিলো কিন্তু সেটা সম্ভব হলো না। আমার প্রথম ছবিটির প্রথম লটের শুটিং শেষ করলাম আমাদের স্টেডিক্যাম অপারেটর অনিমেষ রাহাতের মৃত্যুর দুঃসংবাদ নিয়ে। তিনি ওপারে ভালো থাকুন। তার পরিবারের প্রতি সমবেদনা।

তিনি আরও বলেন, ‘আমরা আগামি ২৬ তারিখ থেকে সিলেটে ছবির দ্বিতীয় লটের শুটিং শুরু করবো।’

প্রথম লটের শুটিংয়ে পরী ও রোশান অংশ নিলেও সিলেটে দ্বিতীয় লটের শুটিংয়ে মোশারফ করিম, ইরেশ জাকের, আজাদ আবুল কালাম, প্রাণ রায়সহ আরো কিছু শিল্পী যোগ দেবেন বলে জানান পরিচালক।

২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনার পাশাপাশি এটি প্রযোজনা করছেন ইফতেখার শুভ। সিনেমাটি তার লেখা অপ্রকাশিত উপন্যাস ‘পেইজ নাম্বার ফোরটি ফোর’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। আগামী ঈদুল ফিতরে ছবিটি মুক্তি দিতে চান পরিচালক।

অর্থসূচক/এএ/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.