নানা অনিয়মের জন্য বালি সিকিউরিটিজকে জরিমানা

নানা অনিয়ম ও সিকিউরিটিজ আইন লংঘনের দায়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান বালি সিকিউরিটিজকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (২০ জানুয়ারি) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই জরিমানা করেছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, বালি সিকিউরিটিজে একাধিক অনিয়ম ও সিকিউরিটিজ আইন লংঘনের ঘটনা ঘটেছে। কোম্পানির গ্রাহকদের সমন্বিত ব্যাংক হিসাবে (Consolidated Bank Accounts) তহবিলের ঘাটতি পাওয়া গেছে। ব্রোকারহাউজটির পরিচালক ও তার স্ত্রীদের ঋণ সুবিধা দিয়েছে, নতুন তালিকাভুক্ত সিকিউরিটিজে প্রথম ৩০ দিন ঋণ দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি আইন লংঘন করে ঋণ দিয়েছে, গ্রাহকের সাথে ঋণের চুক্তি না থাকা সত্ত্বেও সাধারণ হিসাবে অনেক গ্রাহককে ঋণ সুবিধা দেওয়া হয়েছে, মার্জিন সুবিধার আওতায় থাকা গ্রাহককে জেড ক্যাটাগরির শেয়ার কেনার অনুমতি দেওয়া হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.