জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফেরাতে র‌্যাবের হটলাইন

জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সোমবার (১৮ জানুয়ারি) থেকে চালু করা হয়েছে র‍্যাবের হট লাইন। এ হটলাইনের মাধ্যমে পলাতক জঙ্গিরা র‍্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে তাদেরকে প্রথমে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হবে। এরপর তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া হবে।

সোমবার বিকালে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক লে. ক. আশিক বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘যেসব জঙ্গি ফৌজদারি কোনও অপরাধের সঙ্গে এখনও পর্যন্ত সম্পৃক্ততা নেই, তারা স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে এবং র‌্যাবকে মেইল যোগে জানালে, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহোযগিতা করবো।  আর ফৌজদারি কোনও অপরাধের সঙ্গে যদি কেউ জড়িত থাকে, তারাও আবেদন করতে পারবেন। তবে তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে।  তাদের আইনি সহযোগিতা করবো।’

তিনি বলেন, ‘আমরা চাই, তারা স্বাভাবিক জীবনে ফিরে আসুক। র‌্যাবের কর্মকর্তাদের মোবাইল নম্বরে অথবা নির্দিষ্ট মেইলে জানালেই হবে। তারা তাদের পরিচয় গোপন করে যোগাযোগ করতে পারবেন।’

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘আমাদের একজন কর্মকর্তা ২৪ ঘণ্টা মেইল চেক করবেন। তাদের সঙ্গে যোগাযোগ করবেন।’

র‌্যাবের হটলাইন ইমেইল আইডি: rabintdir@gmail.com

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.