ভারতে হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ১০ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের একটি হাসপাতালে আগুনে পুড়ে কমপক্ষে ১০ নবজাতকের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালের ওই নবজাতক ইউনিট থেকে সাত শিশুকে জীবিত উদ্ধার করা গেছে।

স্থানীয় সময় আজ শনিবার (৯ জানুয়ারি) ভোর রাতের দিকে ভান্ডারা জেলার জেনারেল হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে আগুন লাগে।

আগুন লাগার পরপরই ধোঁয়ায় ছেয়ে যায় আশপাশ। ঘটনাস্থলে দমকলর্মীরা পৌঁছানোর আগেই ১০ শিশুর মৃত্যু হয়। তবে সাত শিশুকে জীবিত উদ্ধার করা গেছে।

হাসপাতালের সিভিল সার্জন জানান, হাসপাতালে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেয়ে আমাকে খবর দেন নার্স। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে ছুটে আসি। এই হাসপাতালটি নবজাতকদের জন্য খুবই ভালো। কিন্তু দুর্ভাগ্যবশত ১০ শিশুর মৃত্যু হয়েছে। বাকি ৭ শিশু নিরাপদে আছে।

শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে দমকল বাহিনী। এ ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: এনডিটিভি।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.