ব্যারিস্টার মওদুদের অবস্থা আগের চেয়ে ভালো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার (০৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ব্যারিস্টার মওদুদের শারীরিক অবস্থা দেখার পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ব্যারিস্টার মওদুদকে দেখতে দুপুর ২টা ২০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে যান মির্জা ফখরুল। বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন এ সময় তার সঙ্গে ছিলেন।

পরে মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে।

গত ২৯ ডিসেম্বর থেকে মওদুদ আহমদ রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন। সেখানে অধ্যাপক শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন তিনি। ভর্তির পর দু’বার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। রিপোর্টে করোনা নেগেটিভ আসে। তবে শারীরিক নানা জটিলতায় তিনি এখনো হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.