মওদুদ আহমেদের শারীরিক অবস্থার অবনতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আজ মঙ্গলবার (০৫ জানুয়ারি) বিকেল ৫টায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়ায় গত ২৯ ডিসেম্বর মওদুদ আহমদকে এভার কেয়ার (এপোলো) হাসপাতালের সিসিইউ-তে ভর্তি করা হয়। সেখানে প্রফেসর শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন মওদুদ আহমেদ। ভর্তি হবার পর দু’বার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। দু’বারই করোনা নেগেটিভ রিপোর্ট আসে।

শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ৬ সদস্যের মেডিকেল বোর্ড আজ (০৫ জানুয়ারি) দুপুর ২টায় মওদুদ আহমদের শারীরিক অবস্থা পর্যালোচনা করেন। পর্যালোচনা শেষে মওদুদ আহমদের স্ত্রী হাসনা জমিসউদ্দিন মওদুদ ও ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনকে অবহিত করেন মেডিকেল টিম। উপস্থিত ছিলেন একান্ত সচিব মমিনুর রহমান সুজন।

মেডিকেল বোর্ডের প্রধানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন। পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন তিনি।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.