সাড়ে ৭ বছর ধরে রহিমা ফুডের উৎপাদন বন্ধ

পুঁজিবাজারে পুনরায় তালিকাভুক্ত কোম্পানি রহিমা ফুড কর্পোরেশনের বর্তমানে কোনো করযক্রম নেই। ২০১৩ সালের জুন থেকে প্রায় সাড়ে ৭ বছর ধরে কোম্পানিটির উৎপাদন বন্ধ রয়েছে।

গত ২৯ ডিসেম্বর ডিএসই কোম্পানিটির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে এমন তথ্য জানায় কোম্পানিটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পিানি তাদের উৎপাদন প্রক্রিয়ায় বৈচিত্র আনতে চায়। কোম্পানিটি নারিকেল তেল উৎপাদনের জন্য নতুন প্রকল্প চালু করছে। কোম্পানিটি আশা করছে এই প্রকল্প চলতি বছরের মে মাসে সম্পূর্ণ হবে।

রহিমা ফুড চলতি বছরের জুন থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করতে পারবে বলে আশা করছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন কোম্পানিটির লেনদেন বন্ধ থাকার পর গত ২৯ ডিসেম্বর থেকে কোম্পানিটি পুনরায় লেনদেন শুরু করে পুঁজিবাজারে। লেনদেন  শুরুর পর থেকে প্রথম দুই দিন শেয়ারটির দর বেড়েছে। তবে আজ রোববার কোম্পানিটি ৯ টাকা ১০ পয়সা বা ৪.৮১ শতাংশ দর কমে সর্বশেষ ১৮০ টাকা ২০ পয়সায় লেনদেন হচ্ছে ডিএসইতে।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.