অবশেষে আড়ালে থাকার কারণ জানাবেন বুবলী

সংবাদ পাঠিকা থেকে সুপারস্টার সুপার শাকিব খানের হাত ধরে পর-পর বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় চলে আসেন শবনম বুবলী। তবে শাকিব খান ও অপু বিশ্বাসের বিচ্ছেদের কারণ হিসেবে তার দিকেই আঙ্গুল তুলেন অনেকে।

সবশেষ নায়ক নিরবের সঙ্গে জুটিবদ্ধ হয়ে ‘ক্যাসিনো’ সিনেমাতে অভিনয় করেছিলেন বুবলী। খুব গোপনে শেষ হয়েছিল ওই সিনেমার কাজ। ‘ক্যাসিনো’ সিনেমার শুটিং-ডাবিং শেষ করে আড়ালে চলে যান শবনম বুবলী।

ঢালিউডে গুঞ্জন ছড়ায়, মা হতে যাচ্ছেন এ নায়িকা। তার সন্তানের বাবা শাকিব খান। এমনও শোনা গিয়েছিল, বুবলীকে ২৫ হাজার ডলার দিয়ে আমেরিকা পাঠিয়ে দিচ্ছেন শাকিব খান।

গুঞ্জনের জল ঘোলা হতে থাকলেও এ বিষয়ে নিঃশ্চুপ ছিলেন বুবলী। সব দেখেও কেনো তিনি মুখে কুলুপ এঁটেছেন-এমন প্রশ্নও শোনা গিয়েছিল ফিল্মপাড়ায়।

২০২০ সালের অনেকটা সময় আলোচনায় ছিলেন বুবলী। কেউ কেউ ধারণা করেছিলেন, অপু বিশ্বাসের পথে হাঁটতে যাচ্ছেন এ নায়িকা। মানে সন্তানসহ হাজির হবেন তিনি। কিন্তু নিন্দুকের ধারণাকে ভুল প্রমাণ করেছেন বুবলী নিজেই। তিনি হাজির হয়েছেন তবে একাই।

নতুন বছর উপলক্ষে ২০২১ সালের প্রথম দিনে নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন বুবলী। কেউ বলছেন, নতুন ছবি পোস্ট করেছেন তিনি। আবার কেউ বলছেন, পুরানো ছবি পোস্ট করেছেন।

তার পোস্টের কমেন্টস ঘরেই একথা বলাবলি করছেন নেটিজেনরা।

খোঁজ নিয়ে জানা গেছে, পরিচিত ফটোগ্রাফার রফিকুল ইসলাম র‍্যাফের নিউ বেইলি রোডের স্টুডিওতে গত সপ্তাহে ফটোশুটে অংশ নিয়েছেন বুবলী। সেখান থেকেই একটি ছবি শেয়ার করেছেন ফেসবুকে। এদিকে, বুবলী ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করছে, খুব শিগগিরই কাজে ফিরবেন বুবলী। সে প্রস্তুতি সারছেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র আরও জানায়, আড়ালে যাওয়ার আগে বুবলী মুটিয়ে গিয়েছিলেন। নিজেকে নতুন করে ফিট করেছেন তিনি। এতদিন কেনো আড়ালে ছিলেন? এ প্রশ্নের উত্তরও জানাবেন বুবলী। এ জন্য তার ‘পছন্দের’ একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

এদিকে, দীর্ঘদিন নিজের ব্যক্তিগত ফোন নাম্বারটি বন্ধ করে রেখেছিলেন অভিনেত্রী। একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি তাকে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে সচল দেখা গেলেও কোনো বার্তার উত্তর দেননি এ অভিনেত্রী। শনিবার (২ জানুয়ারি) সচল পাওয়া গেছে বুবলীর ব্যক্তিগত নাম্বারটি। যদিও একাধিকবার ফোন করলেও রিসিভ করেননি এ অভিনেত্রী।

অর্থসূচক/এএ/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.