এমটিবি ও এডিসন গ্রুপের পে-রোল ব্যাংকিং সেবা চুক্তি

সম্প্রতি এডিসন গ্রুপ তাদের কর্মচারীদের পে-রোল ব্যাংকিং সেবা প্রদানের জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

রাজধানীর তেজগাঁওয়ে এডিসন গ্রুপের প্রধান কার্যালয়ে এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

“এমটিবি রিটেইল ফেস্ট ২০২৩” উদযাপনের অংশ হিসেবে এমটিবি এবং এডিসন গ্রুপ একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে এমটিবি’র পক্ষে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মোঃ খালিদ মাহমুদ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং মোঃ শাফকাত হোসেন, হেড অব রিটেইল সেগমেন্ট ও স্ট্র্যাটেজি তাহসিন তাহের, হেড অব পেরোল ব্যাংকিং রাশিদ আহমেদ বিন ওয়ালি এবং এডিসন গ্রুপের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমরান হোসেন (এফসিএ), স্ট্র্যাটেজিক এইচআর মোহাম্মদ মুরাদ চৌধুরী, অ্যাডমিন ও প্রকিউরমেন্ট প্রধান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

অর্থসূচক/ এইচএআই

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.