নিরাপত্তাজনিত শঙ্কার কারণে সরকারের সমর্থন নিয়ে বিসিবি দলের গ্রুপপর্বের ম্যাচ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে। এই ইস্যুতে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক বৈঠক হয়েছে। সর্বশেষ গত সপ্তাহান্তে ঢাকায় বৈঠক হলেও কোনও পক্ষই অবস্থান বদলায়নি। আইসিসি বলছে নির্ধারিত সূচি অনুযায়ীই ম্যাচ হবে, আর বিসিবির বক্তব্য- তারা দলকে ভারতে পাঠাতে পারবে না। টুর্নামেন্ট শুরুর তিন সপ্তাহেরও কম সময় আগে, সিদ্ধান্তের শেষ সময়সীমা হিসেবে বুধবার নির্ধারণ করা হয়েছিল।
এদিকে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এক দিন আগে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চিঠিতে পিসিবি জানিয়েছে, রাজনৈতিক অস্থিরতার মধ্যে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে তারা সমর্থন করে।
ক্রিকইনফো জানিয়েছে, চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠানো হয়েছে।
এদিকে নিরাপত্তাজনিত শঙ্কার কারণ দেখিয়ে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধের প্রেক্ষিতে আজ আইসিসি বোর্ড সভা ডেকেছে বলে জানা গেছে। তবে পিসিবির চিঠির কারণেই এই সভা ডাকা হয়েছে কি না, সেটা নিশ্চিত নয়।
একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ দলের ম্যাচ পাকিস্তানে আয়োজনের প্রস্তাব দিয়েছিল পিসিবি। এমনকি বাংলাদেশের পরিণতির ওপর নির্ভর করে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও পিসিবি পর্যালোচনা করছে বলে জানা গেছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.