মার্কেন্টাইল ব্যাংকের অর্থপাচার ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

সিলেটে মার্কেন্টাইল ব্যাংকের ‘‘অর্থপাচার ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধ” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সচেতনতা বৃদ্ধি ও কমপ্লায়েন্স শক্তিশালী করার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সিলেটে গত শনিবার (৬ ডিসেম্বর) অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক খালেদ আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহমেদ।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুগ্ম পরিচালক হুমায়রা জাহান রুপা, ইভিপি ও ডিক্যামেলকো আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ হারুন এবং ট্রেনিং এন্ড ডেভলপমেন্ট এর প্রধান এস এম সেলিম উদ্দীন।

অতিথিরা তাদের বক্তব্যে আর্থিক অপরাধ প্রতিরোধে প্রশিক্ষণের গুরুত্ব ও নিয়ন্ত্রক নির্দেশনার প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্রশিক্ষণে নিজেদের জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধি করতে সিলেট অঞ্চলের ৫০ জন ব্যাংক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.