পুতিন মার্কিন শান্তি পরিকল্পনার পুরোটা প্রত্যাখ্যান করেননি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার পুরোটা অংশ প্রত্যাখ্যান করেননি বলে জানিয়েছে রাশিয়া।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, গত মঙ্গলবার মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সঙ্গে আলোচনার সময় রুশ প্রেসিডেন্ট পুতিন মার্কিন শান্তি প্রস্তাবের পুরোটা প্রত্যাখ্যান করেছেন, এটা বলা ‘ঠিক হবে না’।

নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গতকাল প্রথমবারের মতো সরাসরি মত বিনিময় হয়। সেখানে (প্রস্তাবের) কিছু অংশ গ্রহণ করা হয়েছে, কিছু অগ্রহণযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। পাঁচ ঘণ্টা ধরে চলা আলোচনার বিস্তারিত বিবরণ প্রকাশ করতেও অস্বীকৃতি জানান তিনি।

পেসকভ বলেন, দু’পক্ষের মধ্যে একটা বোঝাপড়া রয়েছে যে, বিষয়গুলো বাইরে যত কম জানাজানি হবে, আমাদের আলোচনার তত বেশি ফলপ্রসূ হবে। আমরা এই নীতিতে অটল থাকবো এবং আশা করি, মার্কিন প্রতিনিধিরাও একই কাজ করবেন ।

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে তাদের বৈঠক ‘গঠনমূলক’ ছিল।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.