প্রযুক্তিপ্রেমী ব্যবহারকারীদের জন্য দারুণ খবর! দেশের সবচেয়ে বড় অনুমোদিত লেনোভো ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড পিএলসি নিয়ে এসেছে নতুন প্রজন্মের দুটি ল্যাপটপ- লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫আই (৮৩এইচআর০০৬ডিআইএন & ৮৩এইচআর০০৬সিআইএন)। আধুনিক ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং টেকসই নির্মাণশৈলীর মিশেলে এই সিরিজটি হয়ে উঠেছে স্মার্ট ও কর্মক্ষম জীবনের আদর্শ সঙ্গী।
মঙ্গলবার (২১ অক্টোবর) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এই ল্যাপটপগুলোতে ব্যবহৃত হয়েছে তেরোতম জেনারেশনের ইন্টেল কোর আই৭–১৩৬২০এইচ প্রসেসর, যার গতি সর্বোচ্চ চার দশমিক নয় গিগাহার্জ পর্যন্ত। রয়েছে ষোল জিবি/বত্রিশ জিবি ডিডিআর৫ ৫৬০০ মেগাহার্জ র্যাম এবং এক টেরাবাইট এসএসডি, যা কাজ, বিনোদন ও ক্রিয়েটিভ প্রজেক্ট-সবকিছুতেই দেবে অবিশ্বাস্য গতি ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা।

চৌদ্দ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে-তে রয়েছে একশত শতাংশ ডিসিআই-পি৩ কালার গ্যামাট এবং টিইউভি লো ব্লু লাইট ফিচার, যা চোখের সুরক্ষা বজায় রেখে দেবে প্রাণবন্ত রঙ ও স্পষ্ট ভিজ্যুয়াল। এছাড়াও আছে এক হাজার আশি পি প্রাইভেসি ক্যামেরা, ওয়াই-ফাই সিক্স ই, ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু, ব্যাকলিট কীবোর্ড, এবং সর্বশেষ উইন্ডোজ ১১ হোম, যা দৈনন্দিন ব্যবহারকে করবে আরও স্মার্ট ও সুরক্ষিত।
দৃঢ়তা ও নির্ভরযোগ্যতায় অনন্য এই সিরিজটি এমআইএল-এসটিডি-৮১০এইচ মিলিটারি গ্রেড সার্টিফায়েড, অর্থাৎ ধূলা, তাপমাত্রা বা কম্পনের মতো কঠিন পরিস্থিতিতেও এটি নির্বিঘ্নে কাজ করতে সক্ষম। মাত্র এক দশমিক তিন নয় কেজি ওজনের এই ল্যাপটপগুলো পাওয়া যাবে আকর্ষণীয় লুনা গ্রে রঙে।
দুই বছরের ওয়ারেন্টিসহ নতুন লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫আই সিরিজ এখন পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র ওয়েবসাইট, সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউসে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.