ব্যাংক খাতে ৮০% অর্থ লোপাট, পুনর্গঠনে ৩৫ বিলিয়ন ডলার দরকার: অর্থ উপদেষ্টা

বাংলাদেশের ব্যাংক খাতের পুনর্গঠনের জন্য ৩৫ বিলিয়ন ডলার প্রয়োজন বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আগে আইএমএফ (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) ধারণা দিয়েছিল ১৮ বিলিয়ন ডলার লাগবে, এখন সেই পরিমাণ দু’গুণের বেশি বলে উল্লেখ করছে।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বইটির লেখক ও অনুষ্ঠানের সভাপতি ছিলেন ড. হোসেন জিল্লুর রহমান।

ড. সালেহউদ্দিন বলেন, গত বছরের আগস্টে যখন নতুন সরকার দায়িত্ব নেয়, তখন দেখা গেছে এরকম অর্থনৈতিক বিপর্যয় বিশ্বের কোথাও নেই। ব্যাংক খাতের ৮০ শতাংশ অর্থ লোপাট হয়েছে। উদাহরণ দিয়ে তিনি বলেন, কোনো ব্যাংকের আউটস্ট্যান্ডিং (বকেয়া) যদি ২০ হাজার কোটি টাকা হয়, তবে এর মধ্যে ১৬ হাজার কোটি টাকাই বেরিয়ে গেছে।

তিনি বলেন, ভালো প্রতিষ্ঠান এখন আর নেই বললেই চলে। শুধু আইনের ব্যত্যয় হয়নি, পুরো প্রক্রিয়াটাই ধ্বংস করা হয়েছে। আর যারা এসব ঘটিয়েছে, তারা এখনো বহাল তবিয়তে আছে। পরিবর্তন হয়নি।

তিনি আরো বলেন, “অনেকে বলেন, সবকিছু বাদ দিয়ে দাও। কিন্তু সেটি সম্ভব নয়। এখন মাথায় হাত বুলিয়ে আর ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে।”

ড. সালেহউদ্দিন বলেন, সুশাসন প্রতিষ্ঠা খুব কঠিন। আমাদের প্রধানমন্ত্রীরও কোনো কার্যকর চেক অ্যান্ড ব্যালেন্স নেই। সংসদ সদস্যদেরও তেমন জবাবদিহিতা নেই। এসব না বদলালে যত সংস্কারই করা হোক, তেমন ফল পাওয়া যাবে না।

তিনি স্পষ্টভাবে বলেন, “শুধু সরকারি প্রতিষ্ঠান নয়, রাজনৈতিক দলগুলোতেও সংস্কার দরকার।”

অর্থসূচক/ এএকে

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.