প্রাইম ফাইন্যান্স গ্রুপের ২৯৬ কোটি টাকার মানি লন্ডারিং, দুদকে অভিযোগ বিএসইসির

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড’র সহায়ক প্রতিষ্ঠান পিএফআই সিকিউরিটিজ এবং প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড’র বিরুদ্ধে ২৯৬ কোটি টাকার মানি লন্ডারিং’র গভীর অনিয়ম ও জালিয়াতির তথ্য উঠে এসেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিদর্শন প্রতিবেদনে।

গত ১লা জুলাই বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ’র সভাপতিত্বে ৯৬১ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সোমবার (১৪ জুলাই) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এ ঘটনায় তৎকালীন পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির প্রস্তাব সহ দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.