সাপ্তাহিক দর পতনের শীর্ষে বার্জার পেইন্টস

বিদায়ী সপ্তাহে (২৯ জুন-০৩ জুলাই) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ টি কোম্পানির মাঝে দর পতনের শীর্ষে উঠে এসেছে বার্জার পেইন্টস লিমিটেড। সপ্তাহজুড়ে বার্জার পেইন্টসের দর কমেছে ১৯৫ টাকা বা ১১ দশমিক ৩৪ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সপ্তাহের পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৬০ পয়সা বা ৯ দশমিক ২৩ শতাংশ। এছাড়া তালিকার তৃতীয় স্থানে ৮ দশমিক ৭৩ শতাংশ পতন নিয়ে অবস্থান করছে লাভেলো আইসক্রীম।

এছাড়াও সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো রহিমা ফুডের দর কমেছে ৭ দশমিক ৯৩ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৫৬ শতাংশ, সমতা লেদারের ৫ দশমিক ২৩ শতাংশ, সোনারগাঁ ৫ দশমিক ০৭ শতাংশ, দুলামিয়া কটনের ৪ দশমিক ৮৭ শতাংশ, ইস্টার্ন কেবলসের ৪ দশমিক ১৮ শতাংশ এবং মুন্নু এগ্রোর ৪ দশমিক ১৮ শতাংশ।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.