এশিয়ান কাপ নারী বাছাই ফুটবলে আজ রবিবার (২৯ জুন) শুরু বাংলাদেশের অভিযান। ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আফিদাদের সামনে শক্তিশালী বাহরাইন।
মিয়ানমারের ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় শুরু হবে ম্যাচটি।
দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে দু’বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। সাফের গন্ডি পেরিয়ে এবার এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে খেলার স্বপ্ন বেঙ্গল টাইগ্রেসদের।
২০২৬ এশিয়ান কাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জনের লক্ষ্যে বাছাই পর্বের পরীক্ষায় আফিদারা।
মিয়ানমারে ‘সি’ গ্রুপে বাহরাইন, তুর্কমেনিস্তান ও স্বাগতিকদের বিপক্ষে লড়তে হবে দু’বারের সাফ চ্যাম্পিয়নদের। বাছাইয়ের আট গ্রুপের সেরা আট দল সুযোগ পাবে মূল পর্বে খেলার।
বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ মিশন শুরু বাংলাদেশের। কঠোর অনুশীলনে শিষ্যদের প্রস্তুত করেছেন ইংলিশ কোচ পিটার বাটলার। সবশেষ গত মে মাসে জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলেছে বাংলাদেশ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.