পাকিস্তানে বোমা হামলায় ১৩ সেনা সদস্য নিহত

পাকিস্তানে বোমা হামলায় দেশটির ১৩ জন সেনা সদস্য নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে বেসামরিক নাগরিকসহ ২৯ জন। আহত আরও চার সেনা সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন পাকিস্তানি তালেবানদের দাবি করা আত্মঘাতী হামলায় এ ঘটনা ঘটেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক সরকারি কর্মকর্তার বলেন, একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়িটি একটি সামরিক কনভয়ের সাথে ধাক্কা দেয়। এতে বিস্ফোরণ হলে ১৩ জন সেনা সদ্য নিহত, ১০ জন সেনা সদস্য এবং ১৯ জন বেসামরিক নাগরিক আহত হয়।

এ ছাড়াও বিস্ফোরণে দুটি বাড়ির ছাদও ধসে পড়ে ছয়জন শিশু আহত হয়েছে বলে জানিয়েছেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার একজন পুলিশ কর্মকর্তা।

এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবানের হাফিজ গুল বাহাদুর সশস্ত্র গোষ্ঠীর একটি শাখা। মূলত, ২০২১ সালে কাবুলে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তান আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে সহিংসতা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে।

ইসলামাবাদ অভিযোগ করেছে যে, তার পশ্চিমা প্রতিবেশী দেশটি পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য তাদের মাটি ব্যবহার করতে দিচ্ছে। তবে এই দাবি অস্বীকার করেছে তালেবানরা।

এএফপির পরিসংখ্যান অনুসারে, খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সরকারের বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠীগুলির হামলায় বছরের শুরু থেকে প্রায় ২৯০ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নিরাপত্তা কর্মকর্তা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.