রাজধানী ঢাকার বাতাসের মানে ফের বড় অবনতি হয়েছে। বেড়েছে দূষণ। এ বাতাস মানুষের জন্য, বিশেষ করে সংবেদনশীল মানুষদের জন্য হয়ে উঠেছে অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ। মাত্র একদিনের ব্যবধানে একিউআই স্কোরেও হয়েছে বড় পতন।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯টায় ঢাকার অবস্থান ছিল ৩৮তম। একিউআই স্কোরও ছিল অপেক্ষাকৃত সহনীয় পর্যায়ে। সেই তুলনায় আজ (২৭ জুন) সকালেই যেন ঢাকায় নেমে এলো ধোঁয়ার চাদর। মাত্র এক রাতের ব্যবধানে এক লাফে ঢাকার অবস্থান উঠে এলো ১০ম স্থানে, একিউআই স্কোর ১০২।
এটি ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে, অর্থাৎ যাদের শ্বাসযন্ত্র দুর্বল, যাদের অ্যালার্জি আছে বা যারা দীর্ঘস্থায়ী কোনো শারীরিক সমস্যায় ভুগছেন, তাদের জন্য এই বায়ু ঝুঁকিপূর্ণ।
এই উত্থান অনেকের কাছে আশ্চর্যজনক মনে হতে পারে। কারণ ঠিক এর আগের চার দিন ২১ থেকে ২৬ জুন পর্যন্ত একের পর এক উন্নতি ছিল ঢাকার বায়ুমানে। শহরটি তালিকায় ছিল ১০ থেকে শুরু করে ৩৮তম অবস্থানে।
বিশ্লেষকদের মতে, ছুটির দিনে যান চলাচল কম থাকে ঠিকই, কিন্তু অবকাঠামোগত কাজ, ময়লা পোড়ানো, খোলা নির্মাণসামগ্রী কিংবা আবহাওয়া পরিবর্তনের মতো কারণেও হঠাৎ দূষণ বেড়ে যেতে পারে।
এই পরিস্থিতি আবারও মনে করিয়ে দেয়, ঢাকার বায়ু পরিস্থিতি নাজুক। উন্নতি হতে পারে কয়েক দিনের জন্য, তবে স্থায়ী সমাধান এখনো বহু দূরে।
এক নজরে ২৬ ও ২৭ জুনের চিত্র:
২৬ জুন: AQI স্কোরে ঢাকার অবস্থান – ৩৮তম, বায়ু মান ‘মাঝারি’।
২৭ জুন: AQI স্কোর – ১০২, অবস্থান – ১০ম, বায়ু মান ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বায়ুদূষণ প্রতিবছর সাত মিলিয়ন মানুষের মৃত্যুর জন্য দায়ী। এর ভয়াবহতা শুধু পরিসংখ্যানে নয়, আমাদের প্রতিদিনের শ্বাসেও ধরা পড়ে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.