তথ্য ফাঁসের খবর প্রকাশ করায় সাংবাদিকদের বরখাস্তের আহ্বান ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদের ‘ভুয়া প্রতিবেদক’ হিসেবে অভিহিত করেছেন। অবিলম্বে তাদের বরখাস্ত করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

ট্রুথ সোশালে করা এক পোস্টে ট্রাম্প তাদেরকে “খারাপ উদ্দেশ্যের খারাপ মানুষ” বলে অভিযুক্ত করেছেন।

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা একটি ফাঁস হওয়া প্রাথমিক গোয়েন্দা মূল্যায়ন প্রতিবেদনের জন্য ট্রাম্প বারবার সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমসকে আক্রমন করেছেন।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আজ তার সংবাদ সম্মেলনে জোর দিয়ে বলেছেন হামলাগুলো ‘ঐতিহাসিকভাবে সফল’ ছিল।

এদিকে ফোর্দো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার আগে সেখান থেকে কিছু উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম ইরান সরিয়ে ফেলেছিল, এমন গুজব অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে লিখেছেন, “(ফোর্দো) পারমাণবিক স্থাপনা থেকে কিছুই বের হয়নি। এটা খুব বেশি সময় নেবে। খুব বিপদজনক।”

এই পারমাণবিক স্থাপনায় ধ্বংসের পরিমাণ নিয়ে যে সন্দেহ প্রকাশ করা হয়েছে, তা অস্বীকার করেছে মার্কিন সরকার।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সংবাদ সম্মেলনকে “তার দেখা সেরা এবং সবচেয়ে পেশাদার সংবাদ সম্মেলনগুলোর একটি” বলে অভিহিত করেছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.