ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান বিচার অবিলম্বে বাতিল অথবা তাকে পুরোপুরি ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নেতানিয়াহু ২০১৯ সাল থেকে ঘুষ, প্রতারণা এবং জনবিশ্বাস ভঙ্গের অভিযোগে অভিযুক্ত আর ২০২০ সাল থেকে ইসরায়েলের আদালতে তার বিচার চলছে। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক মাধ্যম সোশ্যাল ট্রুথে লেখেন, বিবি নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করতে হবে অথবা নিজের দেশকে এত ভালোভাবে সেবা করা মহান বীরকে ক্ষমা করে দিতে হবে। নেতানিয়াহুর সোমবার ফের আদালতে হাজির হওয়ার কথা রয়েছে বলেও জানান ট্রাম্প।
ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, তেলআবিবে গত তেসরা জুন নেতানিয়াহুর নতুন করে শুরু হওয়া জেরা অন্তত এক বছর চলতে পারে।
ইসরায়েলি প্রেসিডেন্ট ইসহাক হারজোগের ক্ষমা করার এখতিয়ার থাকলেও তার বরাত দিয়ে দেশটির গণমাধ্যম বলছে, “বিষয়টি আপাতত আলোচনায় নেই” আর “এ নিয়ে কোনো আবেদনও জমা পড়েনি”।
ডোনাল্ড ট্রাম্প বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রশংসা করে লিখেছেন, “আমেরিকাই ইসরায়েলকে বাঁচিয়েছিল, আর এখন আমেরিকাই বিবি নেতানিয়াহুকেও বাঁচাবে”। এর মাধ্যমে ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থনের দিকে ইঙ্গিত দিয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিচারিক প্রক্রিয়াকে ট্রাম্প কীভাবে প্রভাবিত করার কথা ভাবছে সেটি এখনো স্পষ্ট না।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.