১০ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার, সরবরাহ দিচ্ছে ৭ দেশ

চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ১০ হাজার ৬ কোটি ৬৩ লাখ টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনবে সরকার। প্রিমিয়াম ও রেফারেন্স মূল্যের ভিত্তিতে ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে (জুলাই-ডিসেম্বর) বিভিন্ন দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এ তেল কেনার একটি প্রস্তাব অনুমোদন করেছে সরকার।এ জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রায়ত্ত সাতটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ।

আজ (শনিবার) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির উপদেষ্টা পরিষদ (এসিসিজিপি)-এর ২৪তম সভায় প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে উত্থাপিত প্রস্তাব অনুযায়ী যেসব প্রতিষ্ঠান থেকে পরিশোধিত জ্বালানি তেল কেনা হবে, সেগুলো হলো- পিটিটিটি (থাইল্যান্ড), ইনোক (সংযুক্ত আরব আমিরাত), পেট্রোচায়না কোম্পানি লিমিটেড (চীন), বিএসপি (ইন্দোনেশিয়া), পিটিএলসিএল (মালয়েশিয়া), ইউনিপেক (চীন) ও আইওসিএল (ভারত)।

এছাড়া সভায় ২০৮ কোটি ৬৩ লাখ টাকায় ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান পিটি বুমি সিয়াক পুসাকো জাপিন (বিএসপি) থেকে ২৫ হাজার মেট্রিক টন অকটেন (সীসামুক্ত, ৯৫ মানের) কেনার আরও একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভবিষ্যতের চাহিদা পূরণের লক্ষ্যেই আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে এই চুক্তিগুলো হচ্ছে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.