যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ‘মারাত্মক ক্ষতিগ্রস্ত’ হয়েছে। বিবিসি পার্সিয়ান সার্ভিসের এক রিপোর্টে এই তথ্য দেয়া হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাঈ আল জাজিরার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, হ্যাঁ, আমাদের পারমাণবিক স্থাপনার মারাত্মক ক্ষতি হয়েছে এবং এটি নিশ্চিত কারণ এসব স্থাপনা বারবার হামলার শিকার হয়েছে। বাঘাঈ অবশ্য বিস্তারিত আর কোনো তথ্য দিতে পারেননি, কারণ তার মতে বিষয়টি একটি টেকনিক্যাল ইস্যু।
তিনি ইরানের আনবিক শক্তি সংস্থা ও সংশ্লিষ্ট অন্য সংস্থাগুলোর অনুসন্ধানের ওপর জোর দিয়েছেন। তবে পেন্টাগনের ফাঁস হওয়া রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ধবংস হয়নি, কর্মসূচির গতি ধীর হবে মাত্র।
ডোনাল্ড ট্রাম্প অবশ্য বারবার বলেছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলেই তার বিশ্বাস।
এদিকে ইরান সাহসিকতার সাথে লড়াই করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেদারল্যান্ডসের হেগ শহরে নেটো সম্মেলনে এ কথা বলেন তিনি।
ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরিকল্পনা ওয়াশিংটনের আছে কি-না এমন প্রশ্ন করা হয়েছিলো তাকে। ট্রাম্প বলেছেন, ইরান মাত্রই একটি যুদ্ধে ছিল এবং তারা সাহসিকতার সাথে লড়াই করেছে। যদি তারা তেল বিক্রি করতে চাচ্ছে। চীন চাইলে ইরানের কাছ থেকে তেল কিনতে পারে। দেশটি (ইরানের) আবার ঠিক হওয়ার জন্য অর্থের প্রয়োজন।
এ ছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নেদারল্যান্ডে নেটো সম্মেলনস্থলে সংবাদ সম্মেলনে ট্রাম্পের একটি ক্লিপ সামাজিক মাধ্যম এক্স-এ শেয়ার করেছেন নেতানিয়াহু।
ওই ক্লিপে ট্রাম্প বলছেন ‘নেতানিয়াহুর সত্যিকার অর্থেই তার (ট্রাম্প) জন্য গর্ববোধ করা উচিত’ এবং সেটা হলো ইরান ‘দীর্ঘ সময়ের জন্য বোমা বানাতে পারবে না’।
জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী লিখেছেন, “ধন্যবাদ প্রেসিডেন্ট টাম্প”।
🇮🇷 IRAN SAYS U.S. STRIKES CAUSED “SEVERE DAMAGE” TO NUCLEAR SITES
Iran’s Foreign Ministry spokesman said American attacks hit its nuclear facilities hard.
No specifics were given, but the claim lines up with earlier statements made by Trump.
Source: AP News https://t.co/az9iAJp5jx pic.twitter.com/FTKkFGkxZG
— Mario Nawfal (@MarioNawfal) June 25, 2025
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.