ইরান সাহসিকতার সাথে লড়াই করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেদারল্যান্ডসের হেগ শহরে নেটো সম্মেলনে এ কথা বলেন তিনি।
ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরিকল্পনা ওয়াশিংটনের আছে কি-না এমন প্রশ্ন করা হয়েছিলো তাকে।
ট্রাম্প বলেছেন, ইরান মাত্রই একটি যুদ্ধে ছিল এবং তারা সাহসিকতার সাথে লড়াই করেছে। যদি তারা তেল বিক্রি করতে চাচ্ছে। চীন চাইলে ইরানের কাছ থেকে তেল কিনতে পারে।
তিনি বলেন, দেশটি (ইরানের) আবার ঠিক হওয়ার জন্য অর্থের প্রয়োজন।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নেদারল্যান্ডে নেটো সম্মেলনস্থলে সংবাদ সম্মেলনে ট্রাম্পের একটি ক্লিপ সামাজিক মাধ্যম এক্স-এ শেয়ার করেছেন নেতানিয়াহু।
ওই ক্লিপে ট্রাম্প বলছেন ‘নেতানিয়াহুর সত্যিকার অর্থেই তার (ট্রাম্প) জন্য গর্ববোধ করা উচিত’ এবং সেটা হলো ইরান ‘দীর্ঘ সময়ের জন্য বোমা বানাতে পারবে না’।
জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী লিখেছেন, “ধন্যবাদ প্রেসিডেন্ট টাম্প”।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.