নারীর ক্ষমতায়ন ও প্রযুক্তিতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে আইএফআইসি ব্যাংক দেশব্যাপী পরিচালনা করছে বিশেষ ক্যাম্পেইন “প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি”। এই উদ্যোগের অংশ হিসেবে সুনামগঞ্জের বাংলাদেশ ফিমেইল একাডেমির শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে প্রদান করা হয়েছে দুটি কম্পিউটার ও শিক্ষামূলক বই।
বুধবার (২৫ জুন) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সোমবার (২৩ জুন) একাডেমির সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিমেইল একাডেমির গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব জামিল চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন একাডেমির প্রধান শিক্ষিকা জনাব নাজমা বেগম, আইএফআইসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম, ব্যাংকের সিলেট শাখার ব্যবস্থাপক মো. কাইয়ুম চৌধুরী, সেন্ট্রালাইজড রিটেইল মার্কেটিং বিভাগের প্রধান ফারিহা হায়দারসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, শিক্ষক এবং শিক্ষার্থীরা।
নারী শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলা এবং একটি প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য তাদের প্রস্তুত করাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য। ২০২৪ সাল থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের আওতায় ইতোমধ্যে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও শিক্ষণীয় বই প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আইএফআইসি ব্যাংক জানায়, ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলের নারী শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অর্থসূচক/
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.