বাবাকে মাঝে মধ্যে শক্ত ভাষা ব্যবহার করতে হয়: ট্রাম্পের গালি প্রসঙ্গে নেটো প্রধান

নেদারল্যান্ডসের হেগ-এ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্ব নেতারা একত্রিত হয়েছে নেটো সম্মেলনে যোগ দেয়ার জন্য।

এক সংবাদ সম্মেলনে নেটো সেক্রেটারি জেনারেল মার্ক রুট্টে এবং ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরান প্রসঙ্গে কথা বলেছেন।

ট্রাম্প দুই দেশকে তুলনা করেছেন ‘দুই শিশুর এক স্কুল প্রাঙ্গনে’ থাকার সাথে। তিনি বলেছেন, তারা নরকের মতো লড়াই করে। আপনি তাদের থামাতে পারবেন না। তাদের দুই-তিন মিনিটের জন্য লড়াই করতে দিন। এরপর তাদের থামানো সহজ হয়।

মঙ্গলবার ট্রাম্প যে গালির মতো শব্দ ব্যবহার করেছেন সে প্রসঙ্গে রুট্টে বলেন, “বাবাকে কখনো কখনো শক্ত ভাষা প্রয়োগ করতে হয়”।

ট্রাম্প এর সাথে যোগ করেন, আপনাকে মাঝে মধ্যে শক্ত ভাষা ব্যবহার করতে হবে। আপনাকে নির্দিষ্ট শব্দ ব্যবহার করতে হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.