স্বচ্ছ তথ্য প্রকাশ পুঁজিবাজারে সুশাসন, জবাবদিহিতা এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করে

দেশের পুঁজিবাজারে তালিকা ভুক্ত কোম্পানির নিয়মিত ও স্বচ্ছ তথ্য প্রকাশ বাজারে প্রাতিষ্ঠানিক সুশাসন, জবাবদিহিতা এবং বিনিয়োগকারীর আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেনদেনে অংশগ্রহণকারী কোম্পানিগুলোকে নিয়মানুযায়ী তথ্য প্রকাশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে সংস্থাটির মাল্টিপারপাস হলে “পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা কোম্পানিগুলোর কমপ্লায়েন্স” বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে এসব বিষয় আলোচিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, সেমিনারে পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশি বীমা কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহী—ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান আর্থিক কর্মকর্তা ও কোম্পানি সচিববৃন্দ সরাসরি এবং জুম প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করেন। সেমিনারে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, সিটি ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ, কন্টিনেন্টাল, ক্রিস্টাল, ডেল্টা লাইফ, ঢাকা ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড, এক্সপ্রেস, ফারইস্ট ইসলামী লাইফ, ফেডারেল, গ্লোবাল, গ্রিন ডেল্টা, ইসলামী কমার্শিয়াল, কর্ণফুলী, মেঘনা, ন্যাশনাল লাইফ, নিটল, নর্দার্ন ইসলামী, পদ্মা ইসলামী লাইফ, পিপলস, পপুলার লাইফ, প্রগতি, প্রাইম, প্রভাতী, পূরবী, রিলায়েন্স, রূপালী, সন্ধানী, সিকদার, সেনা, সোনালী লাইফ, সোনার বাংলা, স্ট্যান্ডার্ড, তাকাফুল, ট্রাস্ট ইসলামী লাইফ, ইউনিয়ন ও ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির পরিচালক মোঃ আবুল কালাম। তিনি পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা কোম্পানিগুলোর কমপ্লায়েন্স সংক্রান্ত বিভিন্ন দিক যেমন: বিদ্যমান চ্যালেঞ্জ, নিয়মাবলী, বাধ্যতামূলক তথ্য প্রকাশ, সুশাসন এবং স্বচ্ছতা রক্ষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা IOSCO-এর নীতিমালা অনুসারে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে যথাসময়ে ও সঠিকভাবে তথ্য প্রকাশ বাধ্যতামূলক। এই বাধ্যবাধকতা বিনিয়োগকারীদের সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা রাখে। অংশগ্রহণকারীদের পক্ষ থেকেও তথ্য প্রকাশে সম্মানজনক বাধ্যবাধকতা, কমপ্লায়েন্স বাস্তবায়নে চ্যালেঞ্জ ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়।
সেমিনারে আরও বলা হয়, কোম্পানির নিয়মিত ও স্বচ্ছ তথ্য প্রকাশ পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক সুশাসন, জবাবদিহিতা এবং বিনিয়োগকারীর আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে অংশগ্রহণকারী কোম্পানিগুলোকে নিয়মানুযায়ী তথ্য প্রকাশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বিএসইসি জানায়, ২০২৫ সালের মধ্যে তারা তালিকাভুক্ত ৩৫৯টি কোম্পানির শীর্ষ প্রতিনিধিদের অংশগ্রহণে মোট ৬টি সফল সেমিনার আয়োজন করেছে, যা বিনিয়োগ শিক্ষা, প্রশিক্ষণ, কমপ্লায়েন্স ও সুশাসন নিশ্চিতকরণে তাদের চলমান প্রয়াসের অংশ।

সেমিনারে অংশ নেওয়া প্রতিনিধিরা বিএসইসির এমন উদ্যোগকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই ধরনের সেমিনার আরও বাড়ানো হলে কোম্পানির অভ্যন্তরীণ ব্যবস্থাপনা আরও দক্ষ, সুশৃঙ্খল এবং বাজার বান্ধব হবে।

বিএসইসি আশা করছে, এই সেমিনারগুলোর ধারাবাহিকতা পুঁজিবাজারে নৈতিক শাসনব্যবস্থা এবং কার্যকর কমপ্লায়েন্স প্রতিষ্ঠায় সহায়ক হবে, যা বিনিয়োগকারীদের আস্থা ও বাজারের স্থিতিশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.