মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে ৫৪ গুপ্তচর গ্রেপ্তার

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজিস্তান প্রদেশে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার প্রদেশের প্রসিকিউটর অফিস এ তথ্য জানিয়েছে।

শনিবার (২১ জুন) আঙ্কারা ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানান হয়েছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজকে দেওয়া এক বিবৃতিতে প্রসিকিউটর অফিস জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা ‘শত্রুপক্ষের (ইসরায়েল) জন্য তথ্য সংগ্রহ ও সহায়তা, শাসনব্যবস্থার (তেহরানের) বিরুদ্ধে প্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিপন্ন ও জনগণের মানসিকতা ক্ষতিগ্রস্ত করার’ মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

গত ১৩ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাত শুরু হয়। এর পর থেকে একের পর এক হামলা ও পাল্টা হামলা চলছে। ইরানের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে ২৪ জন নিহত হয়েছেন। এ হিসাব দেশটির জরুরি পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ)।

ওয়াশিংটনভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস বলেছে, ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ৩২০ জনের বেশি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.