বিদায়ী সপ্তাহে (১৫ জুন -১৯ জুন) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ টি কোম্পানির মাঝে দর পতনের শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ১৩ দশমিক ১৩ শতাংশ কমেছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানগুলোর মধ্যে ১২ দশমিক ১৭ শতাংশ দর পতনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এছাড়া ৭ দশমিক ৩৭ শতাংশ দর পতনে তৃতীয় স্থানে উঠে এসেছে আনলিমা ইয়ার্ন লিমিটেড।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আরএসআরএম স্টিল লিমেটড, িএসইএমএল গ্রোথ ফান্ড, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, নূরানী ডাইয়িং লিমিটেড, মিথুন নিটিং, খুলনা প্রিন্টিং এবং ফাস ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।
অর্থসূচক/এএকে
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.