ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
শুক্রবার (২০ জুন) রাতে ময়মনসিংহের ফুলপুরের কোদালদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, শেরপুর থেকে ঢাকাগামী বাসের সঙ্গে ফুলপুরের কোদালদহে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.