ইরানের হামলায় নতুন করে ইসরায়েলে আহত ৩২

ইরানের সাম্প্রতিক হামলার পর ইসরায়েলের প্যারামেডিকরা কমপক্ষে ৩২ জনকে চিকিৎসা দিচ্ছেন, ইসরায়েলের জরুরি সেবা বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) এ তথ্য জানিয়েছে।

এমডিএ জানিয়েছে, প্রায় ৮০ বছর বয়সী একজন পুরুষ এবং প্রায় ৭০ বছর বয়সী একজন নারীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। সেই সাথে আরো ৩০ জন হালকা আঘাত পেয়েছেন, বেশিরভাগই বিস্ফোরণ এবং গুলি থেকে আঘাত পেয়েছেন।

আরেকটি প্রতিবেদনে, এমডিএ প্যারামেডিক ইয়োসি শিলো বলেছেন যে তার দল একটি ভবনে ‘ব্যাপক ধ্বংসযজ্ঞ’ দেখেছেন। প্রায় ৬০ বছর বয়সী একজন নারীকে ‘গুরুতর আহত, তবে স্থিতিশীল অবস্থায়’ হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে আজ সম্ভবত গত কয়েক দিনের মধ্যে ইসরায়েলে সবচেয়ে বড় ইরানি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

যেখানে ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা বলেছেন, বহু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

প্রায় এক ঘণ্টা আগে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিরশেবায় অবস্থিত সোরোকা হাসপাতাল ইরানের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার কবলে পড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে ধোঁয়ার বড় বড় কুণ্ডুলি, ভাঙা জানালা ও মানুষকে দেখা গিয়েছে চিৎকার করে করিডোর দিয়ে ছুটতে।

এক মুখপাত্র বলেছেন হাসপাতালটি “ব্যাপক ক্ষতিগ্রস্ত” হয়েছে। এখন মানুষদের এই এলাকা থেকে দূরে থাকতে বলা হচ্ছে কারণ “বিপজ্জনক পদার্থের লিক” হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে পুলিশ সাধারণ মানুষকে ওই এলাকায় থেকে দূরে থাকার জন্য অনুরোধ করেছে।

ইসরায়েলের অন্যান্য স্থানে কমপক্ষে তিনটি আঘাতের খবর পাওয়া গিয়েছে। তবে তা এখনও নিশ্চিত নয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.