হাতেম সরকার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ঈদ আনন্দ মেলা

হাতেম সরকার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সম্প্রতি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলাধীন মশাখালী ইউনিয়নস্থ কান্দি গ্রামে হাতেম সরকার বাড়ী খেলার মাঠে “ঈদ আনন্দ মেলা-২০২৫” আয়োজন করা হয়। এই ঈদ আনন্দ মেলার প্রধান আকর্ষণ ছিল –

 গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা (দল: বিবাহিত-অবিবাহিত)
 মোরগ লড়াই (স্কুল ও কলেজে অধ্যায়নরত ছেলেদের জন্য)
 তৈলাক্ত কলা গাছে উঠে মোরগ ধরা (সকলের জন্য)
 হাড়িভাঙ্গা (বয়স্কদের জন্য)
 বিস্কুট দৌড় (প্রাইমারী স্কুলের শিশুদের জন্য) এবং
 পানির উপর বালিশ লড়াই।

ঈদ আনন্দ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতেম সরকার বাড়ী জামে মসজিদের সভাপতি মো: নূরুল ইসলাম। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। এ সময় ক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম, সহ-সভাপতি হামিদা আক্তার, সেক্রেটারি মো: আরিফুল ইসলাম ও ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.