হাতেম সরকার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সম্প্রতি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলাধীন মশাখালী ইউনিয়নস্থ কান্দি গ্রামে হাতেম সরকার বাড়ী খেলার মাঠে “ঈদ আনন্দ মেলা-২০২৫” আয়োজন করা হয়। এই ঈদ আনন্দ মেলার প্রধান আকর্ষণ ছিল –
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা (দল: বিবাহিত-অবিবাহিত)
মোরগ লড়াই (স্কুল ও কলেজে অধ্যায়নরত ছেলেদের জন্য)
তৈলাক্ত কলা গাছে উঠে মোরগ ধরা (সকলের জন্য)
হাড়িভাঙ্গা (বয়স্কদের জন্য)
বিস্কুট দৌড় (প্রাইমারী স্কুলের শিশুদের জন্য) এবং
পানির উপর বালিশ লড়াই।
ঈদ আনন্দ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতেম সরকার বাড়ী জামে মসজিদের সভাপতি মো: নূরুল ইসলাম। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। এ সময় ক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম, সহ-সভাপতি হামিদা আক্তার, সেক্রেটারি মো: আরিফুল ইসলাম ও ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.