দিনাজপুরের আত্রাই নদীতে গোসল করতে নেমে মোমিনুল ইসলাম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (৮ জুন) দুপুরে মোহনপুর রাবার ড্যামে এই দুর্ঘটনা ঘটে।
মোমিনুল ইসলাম দিনাজপুর পৌরসভার ফুলবাড়ী বাসস্ট্যান্ড লাইন পাড় এলাকার ভোলা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে মোমিনুল ইসলামসহ তার কয়েকজন বন্ধু সদর উপজেলার আত্রাই নদীর রাবার ড্যামে গোসল করতে যায়। বন্ধুরা মিলে রাবার ড্যামে গোসলে নামার পর মমিনুল ইসলাম নিখোঁজ হয়। পরে দিনাজপুর জেলার ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে খুঁজে না পেলে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ডাকা হয়। পরে রংপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল এসে সন্ধ্যা ৭টার দিকে নদী থেকে মোমিনুলের মরদেহ উদ্ধার করে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.