পানিবণ্টন চুক্তি নিয়ে পাকিস্তানের অভিযোগের জবাবে জাতিসংঘে যা বলল ভারত

সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে তোলা পাকিস্তানের অভিযোগের জবাব দিয়েছেন জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ।

জাতিসংঘের এক বৈঠকে তিনি বলেন, পাকিস্তানের প্রতিনিধি দল সিন্ধু পানি চুক্তি নিয়ে অপপ্রচার চালাচ্ছে। ভারত বরাবরই দায়িত্বশীল আচরণ করে এসেছে। ভারত ৬৫ বছর আগে সদিচ্ছা ও বিশ্বাসকে ভিত্তি করে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষর করেছিল। এর মূলে ছিল সদিচ্ছা ও বন্ধুত্বের চেতনা। কিন্তু গত ছয় দশকে পাকিস্তান তিনটে যুদ্ধ এবং হাজার হাজার সন্ত্রাসী হামলা চালিয়ে পাকিস্তান সেই মূল চেতনাকে লঙ্ঘন করেছে।

তিনি জানিয়েছেন, গত চার দশকে ভারতে ‘সন্ত্রাসী হামলায়’ ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। গত মাসে পহেলগাম হামলায় ২৬ জনের মৃত্যু হয়।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্লোভেনিয়ার স্থায়ী মিশন দ্বারা আয়োজিত ‘সশস্ত্র সংঘাতের আবহে জল সুরক্ষা ও বেসামরিক জীবনের নিরাপত্তা’ শীর্ষক বৈঠকে ভারতের অবস্থানের কথা তুলে ধরেন তিনি।

গত ২২ এপ্রিল পহেলগামে নিরীহ পর্যটকদের নিশানা করে চালানো হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করে ভারত।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.