পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন- গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে ডিএনসিসি।
বুধবার (২১ মে) বিকালে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববি সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ জানানো হয়। এ সময় নুরের হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট প্রকাশ করে ডিএনসিসি।
এতে বলা হয়, গত ১৮ মে নুরুল হক নুর ফোন করে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আরিফুর রহমাকে তার পছন্দের ঠিকাদারকে কাজ দিতে বলেন। কিন্তু প্রকৌশলী আইন অনুযায়ী ব্যাখ্যা দিয়ে জানান, পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালার বাইরে গিয়ে কাজ দেওয়া সম্ভব নয়। এরপরও নুর তার কথা না শুনে প্রকৌশলীকে চাপ প্রয়োগ করেন এবং নগর ভবনে তালা লাগানোর হুমকি দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর পরিপ্রেক্ষিতে ২০ মে বিকাল ৩টায় গুলশান-২ এর নগর ভবনের সামনে কিছু লোক নিয়ে গণঅধিকার পরিষদের ব্যানারে বিশৃঙ্খলা সৃষ্টি করান নুর। এ সময় তারা ডিএনসিসি প্রশাসকের বিরুদ্ধে স্লোগান দেন, যাতে করপোরেশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।
উল্লেখ্য, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীতের নেতা হিসেবে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গতকাল নগর ভবনের সামনে বিক্ষোভ করে গণঅধিকার পরিষদ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.